নোয়াখালী

দীঘিতে সাঁতার কাটতে গিয়ে কর কমিশনারের মৃত্যু

নোয়াখালী, ০৪ মে – ঈদে গ্রামের বাড়িতে গিয়ে দিঘিতে সাঁতার কাটতে নেমে উপ-কর কমিশনার ওমর ফারুক ওরফে মাসুম (৩৫) মারা গেছেন। বুধবার বেলা সোয়া একটার দিকে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মল্লিকা দিঘিতে নেমে তিনি নিখোঁজ হন।

বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন।

তিনি বলেন, বেলা সোয়া একটার দিকে দিঘিতে সাঁতার কাটতে নেমে তিনি নিখোঁজ হন। পরে বিকেল সোয়া পাঁচটার দিকে তাঁর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মৃত ওমর ফারুক উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি ৩১তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী কর কমিশনার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। সর্বশেষ ঢাকার কর অঞ্চল–১৩–তে উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৪ মে ২০২২

Back to top button