ফরিদপুর
ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
ফরিদপুর, ০৩ মে – ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ী বাজারে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহতরা হলেন, পাট ব্যবসায়ী আকিদুল ইসলাম ও কৃষক খায়রুল শেখ। তাদের বাড়ি ঘোষপুর ইউনিয়নের চার দৈতরকাঠি গ্রামে।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে রেষারেষি চলে আসছিল। ঈদের দিন মঙ্গলবার ওই দুটি পক্ষ গোহাইলবাড়ী বাজারে সংঘর্ষে লিপ্ত হলে এ হতাহতের ঘটনা ঘটে।
বোয়ালমারী থানার পুলিশ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ০৩ মে