ক্রিকেট

পিএসএলে ভেন্যুর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি

ইসলামাবাদ, ০২ মে – বছর পাঁচেক আগেও ভাবা যায়নি এমনটা। নিরাপত্তাহীনতার কারণে পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলতে রাজি ছিল না অনেক দেশ। তবে এখন বদলে গেছে দৃশ্যপট। অস্ট্রেলিয়ার মতো দেশও পূর্ণাঙ্গ সফর করে গিয়েছে পাকিস্তান থেকে। তাই নিজেদের দেশে ক্রিকেট ফেরানোর কার্যক্রমে গতি বাড়াচ্ছে পাকিস্তান।

সেই ধারাবাহিকতায় এবার আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটে ভেন্যুর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। সবশেষ ২০২০ ও ২০২১ সালের পিএসএলে দুইটি ভেন্যুতে খেলা হলেও, টুর্নামেন্টের অষ্টম আসরে খেলা হবে চারটি ভেন্যুতে।

শুধু তাই নয়, পিএসএলের আসন্ন মৌসুমে খেলা হবে প্রায় দেড় মাস ধরে। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টের সম্ভাব্য দিনক্ষণ ও ভেন্যু চূড়ান্ত করে ফেলেছে পিসিবি। আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত হবে অষ্টম আসরের খেলা।

এতোদিন ধরে শুধু করাচি এবং লাহোরে হয়েছে পিএসএলের সব। আসন্ন মৌসুমে এ দুই ভেন্যুর সঙ্গে যুক্ত হচ্ছে মুলতান এবং রাওয়ালপিন্ডিও। সবমিলিয়ে চারটি ভেন্যুতে হবে পিএসএলের অষ্টম আসরের খেলা।

আগামী বছরের জানুয়ারিতে ওয়ানডে ও টেস্ট খেলতে পাকিস্তান সফরের কথা রয়েছে নিউজিল্যান্ডের। এর পরপরই টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান যাবে ওয়েস্ট ইন্ডিজ। এ দুই সিরিজ শেষেই পিএসএল আয়োজনের চিন্তা পিসিবির।

সূত্র : জাগো নিউজ
এম এস, ০২ মে

Back to top button