খারকিভের চার জেলা পুনর্নিয়ন্ত্রণের দাবি ইউক্রেনের
মস্কো, ০১ মে – ইউক্রেনের খারকিভের সামরিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, অঞ্চলটির চারটি জেলা রাশিয়ান সেনাদের কাছ থেকে পুনর্দখল করেছে ইউক্রেনীয় সেনারা।
ওলেগ সিনেগুবভ বলেন, কুতুজোভকা, ভার্খিনা রোহাঙ্কা, স্লোবিডস্কে এবং প্রিলেন্সন জেলার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ইউক্রেনীয় সেনারা।
তিনি বলেন, কুতুজোভকায় প্রায় ১০০ মানুষ, যাদের বেশিরভাগই বয়স্ক এবং শিশু গত দুই মাস ধরে বিদ্যুৎ, খাবার এবং গ্যাস ছাড়া প্রচণ্ড ঠান্ডার মধ্যে বেসমেন্টে বসবাস করছিলেন। আজকে তারা চোখের জলে আমাদের সেনাদের স্বাগত জানায়।
ওলেগ সিনেগুবভ আরও বলেন, যদিও এই অঞ্চলের পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু রাশিয়ান গোলা বর্ষণ এখনো থামেনি।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। খারকিভ হলো ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চল। অভিযানের শুরুতেই অঞ্চলটি রাশিয়ান আক্রমণের মুখে পড়ে।
সূত্র: সমকাল
এম ইউ/০১ মে ২০২২