ইউরোপ

চলতি বছরের শেষে রাশিয়ান তেলের ওপর আসছে ইইউর নিষেধাজ্ঞা

মস্কো, ০১ মে – চলতি বছরের শেষ দিকে রাশিয়ান তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয়ান কমিশনের সঙ্গে ইইউ সদস্য দেশগুলোর মধ্যে আলোচনা শেষে এই কথা বলেছেন ইইউর দুই কূটনীতিক।

এদিকে ইউক্রেনে চালানো রাশিয়ার সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় ইইউ মস্কোর ওপর ষষ্ঠবারের মতো নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মস্কো এই সামরিক অভিযানকে বিশেষ সামরিক অভিযান হিসেবে অভিহিত করে আসছে। রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর প্রকাশ করেছে।

ইইউর ষষ্ঠ পর্যায়ের নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ান তেল, রাশিয়া এবং বেলারুশের ব্যাংকও থাকবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়াও দেশ দুটির বিশেষ ব্যক্তি এবং কোম্পানি এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

ইউক্রেনে চালানো হামলার পরিপ্রেক্ষিতে ইইউর প্রতিক্রিয়ার সমন্বয় করছে ইউরোপীয়ান কমিশন। কমিশনের সঙ্গে ইইউর কয়েক দেশের মধ্যে হওয়া এই আলোচনাকে ‘স্বাকারোক্তিমূলক’ আলোচনা বলে অভিহিত করা হয়েছে। এ ছাড়া আগামী বুধবার ব্রাসেলসে ইইউ রাষ্ট্রদূতদের মধ্যে অনুষ্ঠেয় বৈঠকে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার ব্যাপারে আলোচনা করা হবে।

সূত্র: সমকাল
এম ইউ/০১ মে ২০২২

Back to top button