ঈদের চাঁদ দেখা গেছে আফগানিস্তানে
কাবুল, ০১ মে – আফগানিস্তানের অনেক শহর থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে জানিয়ে রোববার (১ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে দেশটির তালেবান সরকার।
পাকিস্তান ও আফগানভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। রোববার (১ মে) আফগানিস্তানে ঈদ উদযাপনের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির অন্যতম বিশ্বস্ত সংবাদমাধ্যম। ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টও দিয়েছে সংবাদমাধ্যমটি।
সংশ্লিষ্টদের নিয়ে এক বৈঠকের পর আফগানিস্তানের প্রধান বিচারপতি মৌলবি আবদুল হাকিম হাক্কানি জানান, শনিবার (৩০ এপ্রিল) দেশে (আফগানিস্তান) শাওয়ালের চাঁদ দেখার ‘প্রমাণ’ পাওয়া গেছে। ফলে দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে রোববার (১ মে)।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির ফারাহ, গজনি, কান্দাহার ও ঘোর প্রদেশ থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।
তালেবান মুখপাত্র এবং উপ তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদও আফগানিস্তানে রোববার (১ মে) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি সকল আফগানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার (৩০ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে আবুধাবিভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)।
অর্থাৎ ওই অঞ্চলে রোববার (০১ মে) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং পরের দিন সোমবার (০২ মে) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
শনিবার (৩০ এপ্রিল) সকালে এক বিবৃতিতে আইএসি জানায়, তারা রমজানের শেষদিকের অতিসরু চাঁদটি কোনোমতে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। যার অর্থ, এদিন ইসলামী বিশ্বের দেশগুলো থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা অসম্ভব হতে পারে।
এরপরও সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি দেশটির সব মুসলিমকে শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ বছর আমিরাতে রোজা পালন শুরু হয়েছিল গত ২ এপ্রিল। সৌদিতে চাঁদ দেখার খবর সামনে আসার পরপরই ওইদিন থেকে রোজা পালনের ঘোষণা দেয় প্রতিবেশী দেশটি।
এর আগেই অবশ্য বেশ কয়েকটি দেশ এ বছর রমজান শুরুর দিনক্ষণ ঘোষণা করে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হয়েছিল ৩ এপ্রিল থেকে। ফলে এসব দেশে ২৯ রোজা হলে সোমবার (২ মে) এবং ৩০ রোজা হলে মঙ্গলবার (৩ মে) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
সূত্র : সময় নিউজ
এম এস, ০১ মে