উত্তর আমেরিকা

ইউক্রেনে কেউ যুদ্ধ করতে যাবেন না, ফের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ২৯ এপ্রিল – রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনে গিয়েছিলেন ২২ বছর বয়সী আমেরিকান উইলি জোসেফ ক্যান্সেল।

কিন্তু ২৫ এপ্রিল তিনি তার প্রাণ হারান। মাত্র ২২ বছর বয়সী ক্যান্সেল যুক্তরাষ্ট্রের মেরিন সেনা ছিলেন।

তবে ইউক্রেনে তিনি গিয়েছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে। যারা টাকার বদলে তাকে যুদ্ধ করতে পাঠিয়েছিল।

আর উইলি জোসেফ ক্যান্সেল মারা যাওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরোধ করে বলেছেন, যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক ইউক্রেনে যাবেন না।

গণমাধ্যম সিএনএনকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি বলেন, আমরা এখনো আহ্বান জানাচ্ছি কেউ যুক্তরাষ্ট্রে যাবেন না। এটি এখন একটি সক্রিয় যুদ্ধক্ষেত্র। এখন এমন জায়গায় যাওয়ার মতো পরিস্থিতি না।

মুখপাত্র জন কিরবি ইউক্রেনে নিহত উইলি জোসেফ ক্যান্সেলের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, জোসেফ ক্যান্সেলের উদ্দেশ ছিল পরোপকার করা। কিন্তু ইউক্রেনীয়দের নিরাপদ অবস্থান থেকেও সাহায্য করার উপায় আছে।

এদিকে নিহত উইলি জোসেফ ক্যান্সেল ২০১৯ সালে বিয়ে করেছিলেন। তার মাত্র ৭ মাস বয়সী একটি ছেলে রয়েছে।

সূত্র: যুগান্তর
এম ইউ/২৯ এপ্রিল ২০২২

Back to top button