ইউরোপ

ইউক্রেন থেকে রাশিয়াকে ‘পুশ ব্যাক’ করা উচিত: এস্তোনিয়ার প্রধানমন্ত্রী

তাল্লিন, ২৯ এপ্রিল – রাশিয়াকে ইউক্রেন থেকে বের করে দেওয়া উচিত বলে মনে করছেন, এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কাল্লাস। তিনি বলেন, ইউক্রেন থেকে রাশিয়াকে ‘পুশ ব্যাক’ করা উচিত।

কাল্লাস জানিয়েছেন, এই ‍যুদ্ধে ইউক্রেনকে জয়ী করতে এবং রাশিয়াকে পরাজিত করতে পশ্চিমাদের এক সাথে কাজ করা উচিত। যদিও তার মনে হচ্ছে, এই যুদ্ধে একতাবদ্ধ থাকা সহজ কাজ নয়।

তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘আপনি কেবল প্রতিবেশীর জায়গা দখল করে ক্ষান্ত হচ্ছেন না, দিনশেষে আপনি কৌশলে তাদের তুষ্টও করছেন। আমাদের এটা মেনে নেওয়া উচিত নয়।’
কাল্লাস মনে করেন, ইউরোপের নিরাপত্তা চরম ঝুঁকিতে আছে। তিনি বলেন, ‘আমাদের সবার বোঝা উচিত যে, প্রতিবেশীর আজকের সমস্যা কাল আমাদের ঘাড়েও আসবে।’

সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/২৯ এপ্রিল ২০২২

Back to top button