ইউরোপ

‘যুদ্ধ হলো শয়তান’, ইউক্রেন সফরে গিয়ে জাতিসংঘের মহাসচিব

কিয়েভ, ২৮ এপ্রিল – রাশিয়া সফরের পর আজ বৃহস্পতিবার ইউক্রেনে গেছেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইউক্রেনের রাজধানী কিয়েভের কিছু জায়গা পরিদর্শন করেছেন গুতেরেস।

কিয়েভের উত্তারাঞ্চলীয় বোরোদিয়াঙ্কায় গোলা ও বিমান হামলায় ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখেছেন গুতেরেস।

এসময় গুতেরেস বলেন, ‘আমি যখন বিধ্বস্ত ভবন দেখছি, সেই বিধ্বস্ত বাড়িতে আমি আমার পরিবারকে কল্পনা করলাম, সব অন্ধকার। আমি দেখছি, আমার নাতি নাতনীরা আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে।’
এসময় তিনি আরও বলেন, ‘২১ শতকে এসেও এমন যুদ্ধ অযৌক্তিক। যুদ্ধ শয়তান, যখন আপনি এই অবস্থা দেখবেন; আমাদের হৃদয় তাদের সাথে আছে। তাদের পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা।’

সূত্র: বিডিপ্রতিদিন
এম ইউ/২৮ এপ্রিল ২০২২

Back to top button