ইউরোপ

পশ্চিমা মিত্রদের মধ্যে ভাঙন ধরাতে চায় রাশিয়া

মস্কো, ২৭ এপ্রিল – ইউরোপের দেশ পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম। এরপরই দেশ দুইটির পক্ষ থেকে অভিযোগ করা হয় গ্যাস ইস্যুতে মস্কো ব্লাকমেইল করার চেষ্টা করছে।

পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী মার্সিন প্রজাইডাকজ বলেছেন, এমন পদক্ষেপের মাধ্যমে পশ্চিমা মিত্রদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছে রাশিয়া।

ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন বলেন, এই পদক্ষেপটি জ্বালানি সরবরাহকারী হিসেবে রাশিয়া আস্থাহীনতার পরিচয় দিয়েছে। যদিও ক্রেমলিনের পক্ষ থেকে দাবি করা হয়েছে জ্বালানি সরবরাহকারী হিসেবে রাশিয়া নির্ভরযোগ্য অংশীদার।

ইউক্রেন যুদ্ধের জেরে পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া। আজ বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি গ্যাজপ্রম গত মাসে রুশ মুদ্রা রুবলে গ্যাসের মূল্য পরিশোধের নতুন নিয়ম জারি করে। কিন্তু রুবলে গ্যাসের মূল্য পরিশোধে অস্বীকৃতি জানায় দেশ দুটি। তার পরিপ্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গ্যাজপ্রম।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/২৭ এপ্রিল ২০২২

Back to top button