পাকিস্তান যুক্তরাষ্ট্রের সাথে শত্রুতা সহ্য করবে না: শাহবাজ
ইসলামাবাদ, ২৭ এপ্রিল – পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সাথে ‘শত্রুতা সহ্য করতে পারে না’। সেইসঙ্গে তিনি বলেন, ইসলামাবাদকে পরাশক্তি দেশটির সঙ্গে ভাল সম্পর্ক গড়ে তুলতে হবে।
বুধবার জিও টিভি অনলাইন এ খবর জানিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে আলাপকালে ওয়াশিংটনের সাথে সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তা সম্পর্কে শাহবাজ এসব মন্তব্য করেন। এরইমধ্যে পিটিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের ইমরান খান সরকারকে বিদেশী অর্থায়নে ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করা হয়েছে।
পিটিআইয়ের দাবিকে স্পষ্ট করে শাহবাজ শরিফ বলেন, যদিও জাতীয় নিরাপত্তা কমিটির বিবৃতি খুব স্পষ্ট এবং কোনও বিদেশী ষড়যন্ত্র নেই। তবুও তিনি এ নিয়ে একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের কথা বিবেচনা করবেন।
করাচিতে সন্ত্রাসী হামলার বিষয়ে শাহবাজ বলেন, ঘটনাটি ‘দেশের জন্য খুবই ক্ষতিকর’ এবং পাকিস্তানকে তার নিরাপত্তা আরও উন্নত করতে হবে। তিনি জানান, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বুধবার (আজ) করাচি পরিদর্শন করার এবং পরিকল্পনা করার নির্দেশ দিয়েছেন। চীনা নাগরিকদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেয়ার কথাও বলে তিনি।
সূত্র:বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৭ এপ্রিল ২০২২