মুন্সিগঞ্জ

শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের চাপ

মুন্সীগঞ্জ, ২৭ এপ্রিল – গ্রামের বাড়িতে ঈদ করার উদ্দেশ্যে আগেভাগে রওনা দিয়েও নির্বিঘ্নে পদ্মা পাড়ি দিতে পারেনি দক্ষিণ- পশ্চিমাঞ্চলের মানুষেরা।

বুধবার সকাল থেকেই ঘরমুখো মানুষের চাপ বেড়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। মঙ্গলবার এই রুটে আটটি ফেরিতে দিন শুরু করলেও, বিকাল থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত চলেছে পাঁচটি ফেরি। বহরে কম সংখ্যক ফেরি থাকায় গাড়ি পার হতে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। এতে দুর্ভোগে পড়েছে শিমুলিয়া-বাংলাবাজার আর মাঝিকান্দি রুটের যাত্রীরা।

যাত্রীরা দুর্ভোগ কমাতে বহরে আরও ফেরি বাড়ানোর পাশাপাশি ঘাটে শৃঙ্খলার দাবি জানান।

সমন্বয়কারী-বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের এইচ এম ইয়াদুল ইসলাম জানান, এর আগের ঈদগুলোতে ১৮ টির মতো ফেরিতে ঘাট চালু রাখলেও, এবার কমে এসেছে অর্ধেকাংশে। স্বল্প সংখ্যক ফেরি দিয়েই পরিস্থিতি মোকাবেলা করার কথা জানান তিনি।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ২৭ এপ্রিল

Back to top button