ইউরোপ

চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বিকিরণের মাত্রা অস্বাভাবিক: আইএইএ

কিয়েভ, ২৬ এপ্রিল – ইউক্রেনের চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বিকিরণের মাত্রা অস্বাভাবিক বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক।

বার্তা সংস্থা এএফপিকে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।

খবরে বলা হয়, আইএইএর মহাপরিচালক বলেছেন, সাবেক চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বিকিরণের মাত্রা অস্বাভাবিক।

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই ওই বিদ্যুৎকেন্দ্র এলাকায় তীব্র লড়াই চলেছে। যদিও দখলে নেওয়ার পরও ওই এলাকা ছেড়ে গেছে রুশ সেনারা।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি সাংবাদিকদের বলেন, চেরনোবিল বিদ্যুৎকেন্দ্র বেশ কিছুদিন দখলে রেখেছিল রাশিয়া। এখন এ বিদ্যুৎকেন্দ্রের অবস্থা ‘খুব, খুবই ভয়ানক’।

তিনি আরও বলেন, আমরা কেন্দ্রের পরিস্থিতি প্রতিদিন নজরদারি করছি। পরিস্থিতি অবশ্যই অস্বাভাবিক এবং খুব, খুবই ভয়ংকর।

এ বিদ্যুৎকেন্দ্রটি ১৯৮৬ সালে ইতিহাসের সবচেয়ে ভয়ংকর পারমাণবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল।

ইউক্রেনে আগ্রাসন শুরুর প্রথমদিকেই এ বিদ্যুৎকেন্দ্র দখলে নেয় রাশিয়া। এর পর পারমাণবিক বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়। এ ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সম্প্রতি ওই বিদ্যুৎকেন্দ্র ছেড়ে যায় রুশ সেনারা। এখন দেশটি ইউক্রেনের দোনবাস ও দক্ষিণাঞ্চল দখলে নেওয়ার লক্ষ্য নিয়ে লড়ছে।

সূত্র: সমকাল
এম ইউ/২৬ এপ্রিল ২০২২

Back to top button