ময়মনসিংহ

থানার ভেতরে গ্রামপুলিশকে পেটানো সেই এসআই ক্লোজড

ময়মনসিংহ, ২৬ এপ্রিল – গ্রামপুলিশকে পোটানোর ঘটনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হোসাইন মোহাম্মদ আরাফাতকে ক্লোজড করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে তাকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাইহানুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, হাজিরা দিতে আসা আবু তাহের নামে এক গ্রামপুলিশকে পেটানোর ঘটনায় এসআই হোসাইন মোহাম্মদ আরাফাতকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এর আগে সোমবার (২৫ এপ্রিল) দুপুরে ঈশ্বরগঞ্জ থানায় হাজিরা দিতে গেলে গ্রামপুলিশ আবু তাহেরকে (২৫) পেটান এসআই হোসাইন মোহাম্মদ আরাফাত। মারধরের শিকার আবু তাহের উপজেলার জাটিয়া ইউনিয়নের পানামা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় ওইদিন বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির মিয়া বলেন, ঘটনার সময় আমি থানায় ছিলাম না। পরে জানতে পারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মারধরের শিকার গ্রামপুলিশ লিখিত অভিযোগ দিয়েছেন। এরপর রাতেই তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার দুপুরে উপজেলার জাটিয়া ইউনিয়নের গ্রামপুলিশ আবু তাহের সাপ্তাহিক হাজিরা দিতে থানায় আসেন। থানায় গ্রামপুলিশ সদস্যদের হাজিরা গ্রহণ করছিলেন এসআই হোসাইন মোহাম্মদ আরাফাত। জাটিয়া ইউনিয়ন থেকে কে হাজির হয়েছেন ডাক দেয়ার পর এগিয়ে যান গ্রামপুলিশের সদস্য তাহের। ওই সময় এসআই আরাফাত পূর্বের একটি ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন তাহেরের ওপর।

কলার ধরে থানার ভেতরে নিয়ে লাঠি দিয়ে মারধর করেন তাহেরকে। একইসঙ্গে তাহেরের মুঠোফোনটিও নিয়ে নেয় এসআই আরাফাত। চাকরি ‘খেয়ে ফেলার’ হুমকি দেন। পরে বিষয়টি নিয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী গ্রামপুলিশের সদস্য তাহের।

সূত্র : জাগো নিউজ
এম এস, ২৬ এপ্রিল

Back to top button