ক্রিকেট

আজ সিঙ্গাপুর যাচ্ছেন শরিফুল

ঢাকা, ২৬ এপ্রিল – চিকিৎসা নিতে আজ সিঙ্গাপুর যাচ্ছেন পেসার শরিফুল ইসলাম। বাঁহাতি এ ফাস্ট বোলারের ইউরিনালে অস্ত্রোপচার লাগতে পারে। শরিফুল জানান, সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পর সিদ্ধান্ত হবে কবে কখন অস্ত্রোপচার করাবে। শারীরিক এই সমস্যার কারণে খেলায় প্রভাব পড়ে টাইগার ফাস্ট বোলারের।

শরিফুলের সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন। চিকিৎসকরা আশা করছেন, অস্ত্রোপচার হলেও দ্রুত সুস্থ হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে পারবে। কোনো কারণে প্রথম টেস্টে পাওয়া না গেলে দ্বিতীয় টেস্ট খেলার ব্যাপারে আশাবাদী শরিফুল।

টাইগার এ ফাস্ট বোলারের গোড়ালির লিগামেন্টেও সমস্যা রয়েছে। যে কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট না খেলেই দেশে ফেরেন। গোড়ালির চোটের ব্যথা সেরে যাওয়ায় ঢাকা লিগে প্রাইম ব্যাংকের হয়ে একটি ম্যাচও খেলেছেন তিনি।

সূত্র : সমকাল
এম এস, ২৬ এপ্রিল

Back to top button