ইউরোপ
মারিওপোলের ইস্পাত কারখানা এলাকায় রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণা
মস্কো ২৫ এপ্রিল – রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা মারিওপোলের আজভস্টল ইস্পাত কারখানা এলাকায় আটকা পড়া বেসামরিক নাগরিকদের সরে যেতে অনুমোদন দেবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের সময় সোমবার দুপুর ২টা থেকে রাশিয়ান সেনাদের ‘নিরাপদ দূরত্বে’ প্রত্যাহার করে নেওয়া হবে। ইউক্রেনে চালানো রাশিয়ার বিশেষ সামরিক অভিযান নিয়ে দেওয়া লাইভ আপডেটে সোমবার এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন।
ইউক্রেনের সেনা এবং বেসামরিক নাগরিকরা মারিওপোলের আজভস্টলের ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সটি গত কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ করে রেখেছে। এটিই মারিওপোলের সর্বশেষ অংশ যা এখনো রাশিয়ান সেনারা দখলে নিতে পারেনি।
সূত্র: সমকাল
এম ইউ/২৫ এপ্রিল ২০২২