ভারতে করোনা বৃদ্ধির শীর্ষে দিল্লি, বৈঠকে বসছেন মোদি
নয়াদিল্লী, ২৫ এপ্রিল – পর পর টানা ছয়দিন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজারের বেশি। রোববার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৯৩। সোমবার তা সামান্য কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫৪১-এ।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে সোমবার আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র অনুযায়ী, ভারতের দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে দশমিক ৮৪ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ১৬ হাজার ৫২২ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩০ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬২ জন।
ভারত জুড়ে মোট ১৮৭ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৭৮১ টিকাকরণ হয়েছে। ভারতে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে দিল্লি (১ হাজার ৮৩ জন)। এরপর রয়েছে হরিয়ানা (৪১৭ জন), কেরালা (২৮১ জন) এবং উত্তরপ্রদেশ (২১২ জন)।
চিকিৎসকেরা টিকাকরণের উপর বিশেষ জোর দিতে বলেছেন। মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক বলে জানিয়েছেন তারা। এমনকি শারীরিক দূরত্ববিধিও মেনে চলার নির্দেশ দিয়েছেন তারা।
বিশেষজ্ঞদের মতে, করোনা আবার মাথাচাড়া দিচ্ছে সারা বিশ্বে। এ পরিস্থিতিতে কীভাবে করোনা মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনা করতে আগামী বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করবেন।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ২৫ এপ্রিল