নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত শতাধিক
আবুজা, ২৪ এপ্রিল – আফ্রিকার দেশ নাইজেরিয়ার রিভারস প্রদেশে একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) অবৈধ ওই তেল শোধনাগারে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সরকারি কর্মকর্তা এবং বেসরকারি একটি সংস্থা।
নাইজেরিয়ার প্রধান প্রধান তেল কোম্পানির পাইপলাইন থেকে তেল চুরি করে করে এইসব অবৈধ শোধনাগারে তেল শোধনের কাজ করা হতো।
রিভারস প্রদেশের পেট্রোলিয়াম সম্পদবিষয়ক কমিশনার গুডলাক ওপিয়াহ জানিয়েছেন, প্রদেশের একটি অবৈধ তেল শোধনাগার স্থাপনায় বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়েছে। এতে অন্তত ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যাদের অনেকের মরদেহই শনাক্ত করাও সম্ভব হয়নি।
আফ্রিকার দেশটিতে দারিদ্র্য আর চরম বেকারত্বের কারণে অবৈধ তেল পরিশোধন আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে। বিপজ্জনক এই প্রক্রিয়ার কারণেই অনেক সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে। এসব অবৈধ তেল শোধনাগারে প্রায়ই এমন বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে বহু মানুষ হতাহতও হচ্ছে।
এছাড়াও এসব অবৈধ তেল শোধনাগারের ফলে দেশটির একটি অঞ্চল ক্রমাগত এবং ভয়াবহভাবে দূষণের শিকার হচ্ছে। ইতোমধ্যেই ওই এলাকার কৃষিজমি, নদীনালা এবং এবং উপহ্রদও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ২৪ এপ্রিল