ইউরোপ

আরও দুই রাশিয়ান জেনারেলকে হত্যার দাবি ইউক্রেনের

কিয়েভ, ২৪ এপ্রিল – ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খেরসন এলাকায় লড়াইয়ের সময় আরও দুই রাশিয়ান জেনারেলকে ‘নির্মূল’ করেছে বলে দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী।

এ ছাড়া ‘৪৯তম জেনারেল আর্মি’র আরও এক জেনারেল গুরুতর আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় দিতে পারেনি ইউক্রেনের সেনাবাহিনী।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখার হালনাগাদ করা তথ্যে জানানো হয়, এই হতাহত ছাড়াও রাশিয়ার একটি ভ্রাম্যমাণ কমান্ড সেন্টার ধ্বংস করা হয়েছে। শনিবার ইউক্রেন যুদ্ধ নিয়ে লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন।

এদিকে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয বিশ্বযুদ্ধের পর অন্যান্য সংঘাতের চেয়ে ইউক্রেন সংঘাতে অধিক সংখ্যক রাশিয়ান জেনারেল নিহত হয়েছেন। তারা বলছেন, এটা প্রয়োজনীয় প্রস্তুতির অভাবের প্রতিফলন এবং এর কারণেই হয়তো জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের ক্ষতিকর পথে ফেলেছে।

এর আগে যুক্তরাজ্যের নিজস্ব প্রতিরক্ষা গোয়েন্দারা জানিয়েছিল, ইউক্রেনীয় বাহিনী সফল প্রতিআক্রমণ চালিয়েছে এবং পূর্বাঞ্চলে রাশিয়ান অগ্রগতিকে ধারাবাহিকভাবে ব্যাহত করছে।

সূত্র: সমকাল
এম ইউ/২৪ এপ্রিল ২০২২

Back to top button