কক্সবাজার

কক্সবাজারে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১৩

কক্সবাজার, ২৩ এপ্রিল – কক্সবাজারে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার দুপুরে কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুলিয়াপাড়া এলাকার ফারুক ও রাশেদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে জুমার নামাজের পর দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে ইফতাদুল নামে একজনকে আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুরুশকুল ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষ গুলিবর্ষণ করে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছি।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান জানান, গুলিবিদ্ধ হয়ে ১৩ জন এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস জানান, দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছেন তিনি। সন্ধ্যার দিকে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ২৩ এপ্রিল

Back to top button