ক্রিকেট

হাতে সেলাই লাগবে এবাদতের

ঢাকা, ২১ এপ্রিল – নিউজিল্যান্ড সফরে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক ছিলেন তিনি। এরপর থেকে টেস্ট দলের বোলিং আক্রমণের অন্যতম সেরা অস্ত্র এবাদত হোসেন। সামনে শ্রীলঙ্কা সিরিজ। এমন সময়ে চোটে পড়লেন ডানহাতি এই পেসার।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ (বৃহস্পতিবার) ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে খেলছে শেখ জামাল ক্রিকেট ক্লাব আর রূপগঞ্জ টাইগার্স। শেখ জামালের হয়ে এই ম্যাচে মাঠে নেমেই আঘাত পেয়েছেন এবাদত, তার হাতে সেলাই লাগবে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘ডান হাতের দুই আঙ্গুলের মাঝখানে ফেটে গেছে। এভারকেয়ারে পাঠানো হয়েছে। ডাক্তার দেখার পর কয়টা সেলাই লাগবে সেটা জানাবে। তার উপর নির্ভর করবে কবে মাঠে ফিরবে। আপাতত এক সপ্তাহ সময় লাগতে পারে। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে সমস্যা হওয়ার কথা না।’

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ খেলার জন্য ৮ মে ঢাকা আসবে লঙ্কান ক্রিকেট দল। ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। হাতে তাই সময় আছে। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে তাই আশা আছে এখনও।

তবে ডিপিএল থেকে ছিটকে গেছেন এবাদত। ডানহাতি এই গতিতারকার চলতি আসরের পরের ম্যাচগুলো খেলা হবে না।

সূত্র : জাগো নিউজ
এম এস, ২১ এপ্রিল

Back to top button