ইউরোপ
অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিচ্ছে যুক্তরাজ্য
লন্ডন, ২০ এপ্রিল – উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে আদেশ দিয়েছেন লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্ট।
বুধবার একটি সংক্ষিপ্ত শুনানিতে আদালতের চিফ ম্যাজিস্ট্রেট পল গোল্ডস্প্রিং এ আদেশ দেন। খবর তাসের।
আদালতের আদেশের পর অ্যাসাঞ্জের বিরুদ্ধে প্রত্যর্পণ মামলাটি সামলাবেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। যুক্তরাষ্ট্রে অ্যাসাঞ্জকে গুরুত্বপূর্ণ নথি ফাঁসের অভিযোগে ১৭৫ বছরের সাজা দেওয়া হয়।
অ্যাসাঞ্জকে প্রত্যর্পণের আদেশ স্বরাষ্ট্রমন্ত্রী অনুমোদন দিলেও তার আইনজীবীরা হাইকোর্টে আপিল করতে পারবেন।
সূত্র: সমকাল
এম ইউ/২০ এপ্রিল ২০২২