ক্রিকেট

কোহলির সেঞ্চুরিখরার ‘সেঞ্চুরি’

মুম্বাই, ২০ এপ্রিল – ব্যাটিংয়ে মনোযোগ দিতে ভারত জাতীয় দলের পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের মতো আইপিএলেও বলার মতো রানের দেখা পাচ্ছেন না তিনি। বরং মঙ্গলবার অযাচিত এক পরিসংখ্যানের ভাগিদার হলেন ডানহাতি ব্যাটসম্যান।

ডি.ওয়াই পাতিল স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে দল জিতলেও ব্যর্থ ছিলেন কোহলি। প্রথম বলেই আউট হন তিনি। ৪ রানে ওপেনার আনুজ রাওয়াত আউট হলে ক্রিজে নেমে প্রথম ওভারের শেষ বলে পয়েন্টে ফিল্ডারকে সহজ ক্যাচ দেন দিল্লির ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান।

তাতে করে কোহলি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ১০০ ম্যাচ খেলেও সেঞ্চুরির দেখা পেলেন না। আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ টেস্ট, ২১ ওয়ানডে, ২৫ টি-টোয়েন্টি এবং আইপিএলে ৩৭ ম্যাচ তিনি তিন অঙ্কের ফিগারের দেখা পেলেন না।

আইপিএলের ইতিহাসে ৫ সেঞ্চুরি ও ৪২ ফিফটিতে ৬৪০২ রান করে সেরা ব্যাটসম্যান কোহলি। টুর্নামেন্টের সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় ক্রিস গেইলের (৬) পরেই তার অবস্থান। অবশ্য এই আসরে ৭ ম্যাচ খেলে মাত্র ১১৯ রান তার, গড় ১৯.৮৩, সর্বোচ্চ রান ৪৮।

সূত্র : রাইজিংবিডি
এম এস, ২০ এপ্রিল

Back to top button