ফুটবল

লিভারপুলের মাঠে ম্যানইউর ‘বিব্রতকর, অপমানজনক’ হার

ওল্ড ট্র্যাফোর্ডে ৫-০ গোলে হারের ছয় মাস পর অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ম্যানচেস্টার ইউনাইটেড পরাজিত হলো ৪-০ গোলে। মোহাম্মদ সালাহ করেছেন জোড়া গোল। এই হারকে ইউনাইটেড কোচ রাল্ফ র‌্যাগনিক বললেন ‘বিব্রতকর, এমনকি অপমানজনক’।

৫ মিনিটে লুইস দিয়াজ এগিয়ে দেন ম্যানইউকে। ২২ ও ৮৫ মিনিটে গোল করেন সালাহ। এর মাঝে অন্য গোলটি করেন সাদিও মানে। জোড়া গোল করা মিশরীয় ফরোয়ার্ড বলেছেন, সুবিধাজনক জায়গায় বল ছেড়ে দিয়ে লিভারপুলের কাজটা সহজ করে দিয়েছিল ম্যানচেস্টার ক্লাবটি, ‘মাঝমাঠ ও রক্ষণে তারা আমাদের জীবন সহজ করে দিয়েছিল। মুখোমুখি পরিস্থিতিতে তারা বল দিয়ে ফেলেছে আমাদের, তাতে করে কাজ সহজ হয়ে গিয়েছিল।’

ম্যানইউ কোচ র‌্যাগনিক বললেন, ‘এটা বিব্রতকর। এটা হতাশার, এমনকি অপমানজনক। বিশেষ করে প্রথমার্ধে আমরা যথাযোগ্য খেলা খেলতে পারিনি।’ বড় হারের কারণ তিনি ব্যাখ্যা দিলেন, ‘এই ধরনের দলের বিপক্ষে আপনি যদি সুযোগ তৈরি করতে চান তাহলে তাদের সমস্যায় ফেলতে হবে এবং কিছু কাউন্টার অ্যাটাকিং মুহূর্ত তৈরি করতে হবে। আমরা সেটা পারিনি বলেই ৪-০ তে হারলাম।’

এই জয়ে ম্যানসিটিকে টপকে শীর্ষে উঠেছে লিভারপুল। সিটিজেনরা বুধবার ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনকে ইতিহাদ স্টেডিয়ামে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করতে পারে কি না সেটাই দেখার অপেক্ষা।

সূত্র : রাইজিংবিডি
এম এস, ২০ এপ্রিল

Back to top button