উত্তর আমেরিকাদক্ষিণ এশিয়া

পাকিস্তানের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজে ‘আগ্রহী’ যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ১৯ এপ্রিল – আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুতে পাকিস্তানের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতামূলক কাজের ধারা অব্যাহত রাখার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেপ প্রাইস নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন।

শাহবাজ শরিফের নেতৃত্বে পাকিস্তান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের সম্পর্ক কেমন হবে এমন এক প্রশ্নের জবাবে প্রাইস বলেন, পাকিস্তানের সঙ্গে ৭৫ বছরের দীর্ঘস্থায়ী এক ‘গুরুত্বপূর্ণ’ সম্পর্ক যুক্তরাষ্ট্রের। খবর দি এক্সপ্রেস ট্রিবিউন

তিনি বলেন, আমরা ইতোমধ্যে শাহবাজ শরিফের পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়াকে শুভেচ্ছা জানিয়েছি এবং তার সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমরা উন্মুখ হয়ে আছি।

প্রাইস আরও বলেন, পাকিস্তান ও ওই অঞ্চলের শান্তি এবং উন্নতিকে এগিয়ে নিয়ে যেতে এই কাজের দরকার আছে।

গত সপ্তাহে এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ায় শাহবাজকে অভিনন্দন জানায় হোয়াইট হাইস এবং পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আশা প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের ওই বিবৃতির প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও যুক্তরাষ্ট্রের পাকিস্তানের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্কের এই পুনঃপ্রত্যয়কে স্বাগত জানিয়েছেন।

সূত্র: সমকাল
এম ইউ/১৯ এপ্রিল ২০২২

Back to top button