পশ্চিমবঙ্গ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো গোপালগঞ্জের মিষ্টির প্রশংসা করলেন মমতা

কলকাতা, ১৯ এপ্রিল – বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো মিষ্টির প্রশংসা দেশেটির বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার বিকেলে মমতার আমন্ত্রণে সল্টলেকের বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী।

সেখানেই ছিলেন কলকাতাস্থ বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি, সাবেক অর্থমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী প্রমুখ।

সৌজন্য সাক্ষাতের আগে পরিচয় পর্ব চলাকালে আন্দালিব ইলিয়াসকে উদ্দেশ্য করে মমতা বলেন, ‘আগের উপ-হাইকমিশনারের সঙ্গে যোগাযোগ ভালো ছিল। আপনি নতুন এসেছেন, আপনার সঙ্গে আজকেই প্রথম দেখা হলো।’

মমতা আরও বলেন, ‘শেখ হাসিনা এত মিষ্টি পাঠিয়েছে…তার মধ্যে হলুদ মিষ্টিটা এত ভালো… আমি অনেক লোককেই ওই মিষ্টিটা পাঠিয়েছি, তারা খেয়ে খুব খুশি। সবাই বলেছে এর স্বাদ একটু অন্যরকম। ওই দোকানটা খুব প্রিয়। আমি দেখেছি যে বাংলাদেশ সবসময় ওই মিষ্টিটাই প্রিফার করে।’

ইলিয়াস জানান, ‘ওটি গোপালগঞ্জের মিষ্টি, ভোর বেলায় বানিয়ে দিনে দিনেই সেটি পাঠানো হয়েছে।’

বাণিজ্যমন্ত্রীর কাছে মমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্যের খোঁজ খবর নিলে তিনি জানান, ‘হ্যাঁ, ওনি ভালো আছেন।

এর পর তিনি মমতার শারীরিক অবস্থার খোঁজ নিয়ে জানতে চাইলে মুখ্যমন্ত্রী বলেন, ‘চলে যাচ্ছে।’

বুধবার থেকে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হতে চলেছে দুই দিন ব্যাপী ‘বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন’।

ওই সম্মেলনে যোগ দিতেই মঙ্গলবার সকালের দিকে কলকাতায় আসেন টিপু মুনশি। আর মমতার আমন্ত্রণে বিকেলে তার সঙ্গে করেন সৌজন্য সাক্ষাত।

সূত্র: সমকাল
এম ইউ/১৯ এপ্রিল ২০২২

Back to top button