দক্ষিণ এশিয়া

ভারতে একদিনে করোনা শনাক্ত বাড়লো ৮৯ শতাংশ

নয়াদিল্লি, ১৮ এপ্রিল – ভারতে এতোদিন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আবারো বাড়তে শুরু করেছে সংক্রমিত রোগীর সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়েছে ৮৯ দশমিক ৯ শতাংশ। এদিকে সংক্রমণ বাড়ার পাশাপাশি বেড়েছে মৃত্যুও। সোমবার (১৮ এপ্রিল) সেখানে ২০০ জনের মৃত্যু নথিভুক্ত করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৩ জন। রোববার এই সংখ্যাটি ছিল ১ হাজার ১৫০ জন। অর্থাৎ রোববারের তুলনায় সোমবার সংক্রমণ বেড়েছে ৮৯ দশমিক ৮ শতাংশ।

সোমবার ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৪ জন। এদের মধ্যে কেরালায় মারা গেছেন ৬২ জন। এ নিয়ে ভারতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২১ হাজার ৯৬৫ জনে।

ভারতের রাজধানী দিল্লিসহ কয়েকটি রাজ্যের দৈনিক পরিসংখ্যান গত কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী। বিশেষ করে দিল্লিতে গত দুই সপ্তাহ ধরে দৈনিক আক্রান্ত বেড়েছে প্রায় ৫০০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এ শহরটিতে আক্রান্ত আক্রান্ত হয়েছেন ৫১৭ জন। এছাড়া অন্য রাজ্যগুলোর অবস্থাও দিন দিন খারাপের দিকে যাচ্ছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত প্রায় ১৮৬ কোটি ৫৪ লাখের বেশি করোনার টিকা দেওয়া হয়েছে। রোববার ভ্যাকসিন পেয়েছেন আড়াই লাখেরও বেশি মানুষ।

সূত্র : রাইজিংবিডি
এম এস, ১৮ এপ্রিল

Back to top button