ক্রিকেট

দুরন্ত ছক্কায় প্রতিপক্ষের ফ্রিজ ভাঙলেন নিতিশ রানা

মুম্বাই, ১৬ এপ্রিল – কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডার ব্যাটসম্যান নিতিশ রানা। শুক্রবার (১৫ এপ্রিল) রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। ৩৬ বলে ৬ চার ও ২ ছক্কায় করেন সর্বোচ্চ ৫৪ রান। এই ইনিংস খেলার পথে ছক্কা মেরে তিনি হায়দরাবাদের ডাগআউটে রাখা ফ্রিজ ভেঙে ফেলেন।

ইনিংসের ১২.১ ওভারে হায়দরাবাদের উমরান মালিকের করা বলকে থার্ডম্যান দিয়ে ছক্কা মারেন রানা। বল বান্ডারি লাইনের বাইরে ড্রপ খেয়ে সোজা গিয়ে লাগে হায়দরাবাদের ডাগ-আউটে রাখা ফ্রিজে। আর সঙ্গে সঙ্গে ফ্রিজের গ্লাস ডোর ভেঙে চুরমার হয়ে যায়। আইপিএল এমন ঘটনা তার এটাই প্রথম নয়। গেল মৌসুমে তিনি ক্যামেরার লেন্স ভেঙেছিলেন।

রানা মারকুটে ইনিংস খেলে ৩২ বলেই পেয়ে যান হাফ সেঞ্চুরি। আর আউট হন ৫৪ রানে। এরপর ঝড় তোলেন আন্দ্রে রাসেল। তিনি ২৫ বলে ৪টি চার ও ৪ ছক্কায় অপরাজিত থাকেন ৪৯ রানে। তাতে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে কলকাতা।

জবাবে রাহুল ত্রিপাঠীর ৪ চার ও ৬ ছক্কায় ৩৭ বলে করা ৭১ ও ৬ চার ও ৪ ছক্কায় ৩৬ বলে এইডেন মার্করামের করা অপরাজিত ৬৮ রানের ইনিংসে ভর করে ১৭.৫ ওভারেই জিতে যায় হায়দরাবাদ।

ষষ্ঠ ম্যাচে এটা ছিল কলকাতার তৃতীয় হার। আর পঞ্চম ম্যাচে হায়দরাবাদের তৃতীয় জয়।

সূত্র : রাইজিংবিডি
এম এস, ১৬ এপ্রিল

Back to top button