ক্রিকেট

‘এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটার বাবর আজম’

ইসলামাবাদ, ১৫ এপ্রিল – গত এক দশক ধরে বিশ্ব ক্রিকেটে সেরা ব্যাটারদের নাম বললে চারটি নাম সবার আগে চলে আসে। তারা হলেন- ভারতের বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ইংল্যান্ডের জো রুট। তিন ফরম্যাটেই তারা সমানতালে দুর্দান্ত ব্যাট করে থাকেন।

তাদের সঙ্গে এখন আরও একটি নাম যোগ করতে বাধ্য সবাই। তিনি হলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। কারো কারো মতে তিনিই এখন বিশ্বের সেরা। কিছুদিন আগে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেছিলেন, এই মুহূর্তে তিন ফরম্যাট মিলিয়ে বিশ্বের সেরা ব্যাটার বাবর আজম। এবার একই কথা বললেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেস বোলার ডেল স্টেইনও।

২০১৮ সাল থেকে দুর্দান্ত ফর্মে আছেন বাবর। বর্তমানে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আইসিসির শীর্ষ ব্যাটার তিনি। টেস্টেও খুব একটা পিছিয়ে নেই। পাঁচ নম্বরে আছেন পাক অধিনায়ক। এখন পর্যন্ত খেলা ৪০ টেস্টে ৪০.৯৮ গড়ে তার রান ২৮৫১।

গতকাল টুইটারে এক ভক্ত প্রশ্ন করেন, এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটার কে? জবাবে ডেল স্টেইন বলেন, ‘খুব সম্ভবত বাবর আজম। সে এ মুহূর্তে দুর্দান্ত।’

সূত্র : ইত্তেফাক
এম এস, ১৫ এপ্রিল

Back to top button