নিশো-তানজিন তিশার ‘এক বৈশাখে’
ঢাকা, ১৪ এপ্রিল – নিয়মিত কাজের পাশাপাশি বিশেষ দিবসগুলোতে তারকাদের কাজের পরিধি বেড়ে যায় কয়েকগুণ। তারকারাও চেষ্টা করেন বিশেষ দিবসে বিশেষভাবে নিজেকে উপস্থাপন করার। সেই ধারাবাহিকতায় পহেলা বৈশাখে একাধিক নাটকে দেখা মিলবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার।
তার বিশেষ দিবসের কাজের তালিকায় থাকা ‘এক বৈশাখে’ শিরোনামের একটি নাটক এনটিভিতে প্রচারিত হবে আজ দুপুর ২টা ৩০ মিনিটে। সারওয়ার রেজা জিমির রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন।
নাটকটি প্রসঙ্গে তিশা বলেন, ‘বিশেষ দিবসের কাজ করতে বরাবরই ভালো লাগে। নিজেকে ভিন্নভাবে প্রকাশ করার সুযোগ থাকে। এই নাটকটিতেও দারুণ একটি চরিত্রে অভিনয় করেছি। বৈশাখী আমেজ থাকছে এতে। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।’
নাটকটিতে তিশা ছাড়া আরও অভিনয় করেছেন আফরান নিশো, স্বর্ণলতা দাস আঁচল, শেখ মাহবুব রহমান, এ কে আজাদ সেতু, প্রিয়ন্তী প্রমুখ। নাটকটির গল্পে দেখা যাবে, ঢাকার ছেলে পলাশের ফেসবুকে পরিচয় হয় নীলিমার। ধীরে ধীরে পলাশ আর নীলিমার ভাচুর্য়াল সম্পর্ক এগুতে থাকে। তারা ঠিক করে, পহেলা বৈশাখে তারা দেখা করবে ঢাকার চারুকলার সামনে। কিন্তু…!
এম এস, ১৪ এপ্রিল