ক্রিকেট

দ্বিতীয়বার স্লো ওভার রেটিং, জরিমানা দ্বিগুণ রোহিতের

মুম্বাই, ১৪ এপ্রিল – মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচটি ম্যাচ খেলে ফেললেও এখনও জয়ের দেখা পায়নি। আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা পাঁচ ম্যাচে পঞ্চম হারের তিক্ত স্বাদ পেয়েছে বুধবার। পাঞ্জাব কিংসের কাছে ১২ রানে হারের পর জরিমানাও গুনতে হয়েছে অধিনায়ক রোহিত শর্মা ও একাদশের অন্যদের।

স্লো ওভার রেটিংয়ের কারণে এই শাস্তি বলে এক ‍বিবৃতিতে জানায় আইপিএল, ’১৩ এপ্রিল পুনের এমসিএ স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে আইপিএল ম্যাচে স্লো ওভার রেটিংয়ের দায়ে জরিমানা করা হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে।’

এ নিয়ে এই আসরে দ্বিতীয়বার এই অপরাধ করল মুম্বাই। তাতে করে অধিনায়ক রোহিতকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে এবং একাদশের অন্যদের ম্যাচ ফির ২৫ শতাংশ ৬ লাখ রুপি জরিমানা গুনতে হবে।

এর আগে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচের পর স্লো ওভার রেটিংয়ে ১২ লাখ রুপি জরিমানা হয়েছিল মুম্বাই অধিনায়কের। এছাড়া সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন ও দিল্লির অধিনায়ক ঋষভ পন্তের ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছিল।

সূত্র : রাইজিংবিডি
এম এস, ১৪ এপ্রিল

Back to top button