‘মর্গে পড়ে আছে রুশ সেনাদের মরদেহ, নিচ্ছে না কেউ’
কিয়েভ, ১৩ এপ্রিল – ইউক্রেনের মধ্য-পূর্ব দিকের শহর দিনিপ্রোর ডেপুটি মেয়র মিখাইল লাশেঙ্কো জানিয়েছেন, দিনিপ্রোর মর্গে দেড় হাজার রুশ সেনার মরদেহ পড়ে আছে। কিন্তু সেগুলো কেউ নিচ্ছে না। খবর আল জাজিরার।
বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন দাবি করেন মিখাইল লাশেঙ্কো।
তবে তার এ দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি আল জাজিরা।
রুশ সেনাদের মরদেহ পড়ে আছে বিষয়টি জানিয়ে মেয়র বলেন, মৃতদেহগুলো কেউ নিচ্ছে না।
তবে তিনি জানিয়েছেন এ সেনাদের মায়েদের মৃতদেহগুলো নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে।
তিনি বলেন, রাশিয়ান মায়েরা চাইলে এখানে আসতে পারবেন এবং তাদের ছেলেদের নিয়ে যেতে পারবেন।
এদিকে ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি প্রথম হামলা চালায় রাশিয়া। এদিন স্থানীয় সময় ভোর বেলা রুশ প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বিশেষ সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন।
তার এ ঘোষণার পর সীমান্তে অপেক্ষমান কয়েক হাজার সেনা ইউক্রেনে ঢুকে পড়ে। এরপর তারা ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের শহরগুলোর দখল নেওয়ার চেষ্টা করে।
কিন্তু কিয়েভ দখল করার মিশন ব্যর্থ হয় রাশিয়ার। এরপর ধীরে ধীরে তারা কিয়েভের আশপাশ থেকে চলে যায়। এখন রাশিয়া দোনবাস দখল করার দিকে মনোযোগ দিয়েছে।
কিয়েভ ও বিভিন্ন শহর দখল করতে গিয়ে ইউক্রেনের তীব্র বাঁধার মুখে পড়ে রুশ বাহিনী। এতে করে তাদের অনেক সেনা নিহত হয়।
সূত্র: যুগান্তর
এম ইউ/১৩ এপ্রিল ২০২২