উত্তর আমেরিকা

নিউইয়র্ক সাবওয়েতে গুলি: আহত ১৩, মিললো বিস্ফোরক

নিউইয়র্ক, ১২ এপ্রিল – যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি সাবওয়েতে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৩ জন। যার মধ্যে গুলিতে আহত হয়েছেন পাঁচজন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

নিউইয়র্কের ফায়ার সার্ভিস বিভাগ জানায়, সানসেট পার্কের ৩৬ নম্বর স্ট্রিট স্টেশনে সকাল সাড়ে আটটার দিকে ধোঁয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে গুলিতে আহত ব্যক্তি ও অবিস্ফোরিত ডিভাইস পাওয়া যায়। তবে কি ধরনের ডিভাইস পাওয়া গেছে তা পরিষ্কার নয়।

পুলিশ জানায়, স্টেশনে কোনো সক্রিয় বিস্ফোরক ডিভাইস নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, পুলিশ গ্যাস মাস্ক পরা ও নির্মাণশ্রমিকদের পোশাক পরা এক ব্যক্তিকে খুঁজছে।

ঘটনস্থলের বর্ণনা দিতে গিয়ে বিবিসির খবরে বলা হয়, স্টেশনের ফ্লোরে রক্তাক্ত যাত্রীরা পড়ে আছেন।

সন্দেহভাজন হামলাকারী পলাতক।

নিউইয়র্কের মেয়র এরিক এডামসের এক মুখপাত্র বলেন, শহরের বাসিন্দাদের ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে যেন ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের সাহায্য ও তদন্ত করতে পারে।

সূত্র: সমকাল
এম ইউ/১২ এপ্রিল ২০২২

Back to top button