দক্ষিণ এশিয়া

পাকিস্তান জাতীয় পরিষদের বিরোধী দল হবে কোনটি?

ইসলামাবাদ, ১২ এপ্রিল – সোমবার পাকিস্তানের জাতীয় পরিষদ থেকে গণপদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পিটিআইয়ের অনেক সদস্য।

এরপর শাহবাজ শরীফ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

ইমরান খান ও তার দল পিটিআইয়ের সদস্যরা গণ পদত্যাগ করায় এখন পাকিস্তানে কোনো বিরোধী দল নেই।

জাতীয় পরিষদ কার্যকর রাখতে বিরোধী দল থাকতেই হবে।

তবে কারা হবে এখন দেশটির বিরোধী দল?

পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইমরান খানের পিটিআইয়ের বেশিরভাগ সদস্য পদত্যাগ করার ঘোষণা দিয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

কিন্তু ২০-৩০ জন এখনো পদত্যাগ করেনি। তারা পিটিআইয়ের সদস্য হলেও দলের নির্দেশনা মানেননি।

জিও নিউজ জানিয়েছে, পিটিআইয়ের যে ২০-৩০ জন এখনো জাতীয় পরিষদে রয়ে গেছেন তারা নিজেদের বিরোধী দল হিসেবে ঘোষণা দেবে এবং এরপ একজনকে প্রধান বিরোধী দলীয় নেতা বানাবেন।

পরিষদের স্পিকারও হয়ত সেই নেতাকে বিরোধী দলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেবেন।

এতে করে বিরোধী দল থাকার যে আইনি বিষয়টি রয়েছে সেটি পূরণ হবে। তবে পাকিস্তানে আপাতত শক্তিশালী কোনো বিরোধী দলীয় নেতা নেই।

সূত্র: যুগান্তর
এম ইউ/১২ এপ্রিল ২০২২

Back to top button