ইউরোপ
‘আলোচনার আগে যুদ্ধবিরতি নয়’
মস্কো, ১১ এপ্রিল – রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের সঙ্গে পরবর্তী ধাপের শান্তি আলোচনার আগে মস্কো তার সামরিক অভিযানে বিরতি দেবে না।
যদিও রাশিয়ার স্থানীয় একটি টিভি চ্যানেলকে তিনি এও বলেছেন, আলোচনা না এগোনোর কোনো কারণও তিনি দেখছেন। সোমবার বিবিসি অনলাইন এই খবর প্রকাশ করেছে।
এদিকে রাশিয়ান বার্তা সংস্থা তাসকে ল্যাভরভ বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিক অনুষ্ঠানে আলোচনাকে প্রাধান্য দেওয়ার জোর দিয়েছেন।
এ সময় ইউক্রেনে নিজের দেশের বিশেষ সামরিক এই অভিযানের প্রতি সমর্থন করে ল্যাভরভ বলেন, ইউক্রেনের বাইরেও এই অভিযানের প্রভাব আছে। আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ আধিপত্য তৈরির উদ্দেশ্যে বেপরোয়া সম্প্রসারণের ইতি টানতেই আমাদের এই বিশেষ সামরিক অভিযানের ছক আঁকা হয়েছে।
সূত্র: সমকাল
এম ইউ/১১ এপ্রিল ২০২২