ইউরোপ

এবার যুক্তরাজ্যের তোপের মুখে পড়তে যাচ্ছেন রাশিয়ান জেনারেলরা

লন্ডন, ১০ এপ্রিল – রাশিয়ার জেনারেলরা এবার যুক্তরাজ্যের তোপের মুখে পড়তে যাচ্ছেন। রাশিয়ার সেনা ও জেনারেলদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী কিট মাল্টহাউস জানিয়েছেন। রোববার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের ট্রেভর ফিলিপসকে ‍তিনি বলেন, সংঘাতের সময় নৃশংসতার প্রমাণ ‘যতটা সম্ভব অধ্যবসায়ের সঙ্গে’ সংগ্রহ করা উচিত।

তিনি আরও বলেন, একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের ওপর আগ্রাসনের প্রতিবাদে রাশিয়ার সেনা সদস্য, নেতৃস্থানীয় জেনারেল এবং এর সঙ্গে জড়িতদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে।

সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই প্রাপ্তবয়স্ক মারিয়া পুতিনা এবং ক্যাটরিনা তিকহোনোভার ওপর এবার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

শুধু পুতিনের মেয়েই নয়, যুক্তরাষ্ট্র রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মেয়ে ইয়েকাতেরিনা সের্গেইভনা ভিনোকুরোভার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে।

সূত্র: যুগান্তর
এম ইউ/১০ এপ্রিল ২০২২

Back to top button