পদত্যাগ করলেন পাকিস্তানের স্পিকার আসাদ কায়সার
ইসলামাবাদ, ১০ এপ্রিল – পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার তার পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি পিএমএল-এন নেতা আয়াজ সাদিককে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির জন্য তার আসন গ্রহণ করতে বলেন। খবর জিও নিউজ।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির জন্য সুপ্রিম কোর্টের সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে কায়সার তার আসনে বসেন এবং অধিবেশনে সভাপতিত্ব করেন।
তিনি বলেন, আমি সংবিধানের প্রতি দায়বদ্ধ এবং শপথের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করা।
তিনি বলেন, মন্ত্রিসভা ‘হুমকির চিঠি’ শেয়ার করেছে এবং আইনপ্রণেতাদের দেশের সার্বভৌমত্বের পক্ষে দাঁড়াতে বলেছে।
কায়সার জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা শাহবাজ শরিফকে চিঠিটি পর্যালোচনা করতে বলেন এবং তিনি পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালকে চিঠিটি পাঠাবেন বলেও জানিয়েছেন।
তিনি বলেন, আমি আর স্পিকারের আসনে থাকতে পারি না এবং আমি পদত্যাগ করছি।
এসময় তিনি প্রাক্তন স্পিকার আয়াজ সাদিককে অধিবেশন চালাতে বলেন।
কায়সার বলেন, আয়াজ সাদিককে অনুরোধ করা হচ্ছে, তিনি যেন এসে (অনাস্থা প্রস্তাবের ওপর) আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।
এন এ/ ১০ এপ্রিল