বগুড়া

ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৫

বগুড়া, ০৯ এপ্রিল – বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই শিশুসহ আরও পাঁচজন।

শনিবার (০৯ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের তিনপুকুর এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া গাবতলী উপজেলার বাগবাড়ী নিজগ্রাম এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে আব্দুল বাকি (৫০) ও একই উপজেলার কলাকুপা এলাকার আব্দুল মমিনের স্ত্রী সুমি আক্তার ওরফে পুতুল (২৫)।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে শাজাহানপুর উপজেলার মাদলা থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা গাবতলী উপজেলার বাগবাড়ীর দিকে যাচ্ছিলো। পথে তিনপুকুর এলাকায় বিপরীতগামী (বাগবাড়ী থেকে মাদলাগামী) একটি ট্রাক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটিকে চাপা দেয় এতে দুই শিশু ও এক নারীসহ সাতজন আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে এক নারীসহ দুইজন মারা যান।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত দুইজনের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র: বাংলানিউজ
এম ইউ/০৯ এপ্রিল ২০২২

Back to top button