মধ্যপ্রাচ্য

পাকিস্তান থেকে মাংস আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব

রিয়াদ, ০৯ এপ্রিল – পাকিস্তানের বিভিন্ন প্রাণী লাম্পি স্কিন ভাইরাসে আক্রান্ত হওয়ায় পাকিস্তান থেকে মাংস আমদানি নিষিদ্ধ করেছে সৌদি আরব।

শুক্রবার (৮ এপ্রিল) এমন খবর জানিয়েছে জিয়ো নিউজ।

খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, লাম্পি স্কিন ভাইরাসের কারণে গরুর মাংস আমদানির উপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এ নিষেধাজ্ঞা অস্থায়ী বলে কর্মকর্তারা জানিয়েছেন।

উল্লেখ্য, করাচি ও সিন্ধু প্রদেশসহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় লাম্পি স্কিন ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে এবং হাজার হাজার প্রাণী এতে আক্রান্ত হচ্ছে। ১৯২৯ সালে সর্বপ্রথম আফ্রিকা মহাদেশের জাম্বিয়াতে এ রোগ দেখা দেয়।

সূত্র: আরটিভি
এম ইউ/০৯ এপ্রিল ২০২২

Back to top button