ইউরোপ

কিয়েভে জেলেনস্কির সঙ্গে বৈঠক করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

কিয়েভ, ০৯ এপ্রিল – ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শনিবার বিকেলে কিয়েভ গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসেছেন।

শনিবার লন্ডনস্থ ইউক্রেনের দূতাবাস এই দুই নেতা মুখোমুখি বসে আছেন এমন একটি ছবি টুইট করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এই খবর প্রকাশ করেছে। তবে বৈঠকের ব্যাপারে বিস্তারিত জানায়নি বিবিসি।

এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে শনিবার ইউক্রেনের ওডেসায় কারফিউ জারি করা হয়েছে। কারফিউ সম্পর্কে বিবিসি অনলাইনের খবরে বলা হয়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে কারফিউ জারি করা হয়েছে।

ওডেসার সেনাবাহিনী জানায়, ‘ওডেসায় ৯ এপ্রিল স্থানীয় সময় রাত ৯টা থেকে ১১ এপ্রিল সকাল ছয়টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হলো।’

কারফিউ জারির কারণ সম্পর্কে বলা হয়, সম্প্রতি দোনেৎস্ক অঞ্চলের একটি রেলস্টেশনে হামলা এবং ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কা থেকে এটি করা হয়েছে।

ইউক্রেন বলছে, দোনেৎস্ক এলাকার ক্রামাতোর্স্ক শহরের রেলস্টশনে রুশ হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন।

সূত্র: সমকাল
এম ইউ/০৯ এপ্রিল ২০২২

Back to top button