রাজধানীতে আবাসিক হোটেলে ইয়াবার রমরমা বাণিজ্য, গ্রেপ্তার ৫
ঢাকা, ০৯ এপ্রিল – রাজধানীর ভাটারার একটি আবাসিক হোটেলে চলছিল ইয়াবার কারবার। বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন ওই হোটেলের নাম নিউ পদ্মা ইন্টারন্যাশনাল। সেখানে হাতবদল হত কক্সবাজারের টেকনাফ থেকে আনা ইয়াবার চালান।
হোটেলের অতিথিদের কাছেও চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ করত কর্তৃপক্ষ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় হোটেলটির মালিক রইস উদ্দিন রবি ও ম্যানেজার মো. আলম ওরফে রনিসহ ধারাবাহিক অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অপর তিন জন হলেন, হানিফ মোল্লা, শাহিদা বেগম ও রিমিয়ারা খাতুন। তাদের কাছ থেকে মোট ১১ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
অধিদপ্তরের ঢাকা মহানগর উত্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, শুক্রবার শুরু হয়ে শনিবার পর্যন্ত চলে এ অভিযান। এ সময় হোটেলের মালিক ও ম্যানেজারকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে খিলক্ষেতের নিকুঞ্জ-২ নম্বরের টানপাড়া এলাকার একটি বাসা থেকে মাদক কারবারি হানিফ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তার কাছে পাওয়া যায় ১০ হাজার পিস ইয়াবা।
এই নেটওয়ার্কের দুই নারী সদস্য শাহিদা বেগমকে কাফরুল থেকে এক হাজার পিস ইয়াবা এবং রিমিয়ারা খাতুনকে ১৫০ পিস ইয়াবাসহ ভাটারার ছোলমাইদের ফেরাজীটোলার বাড়ি থেকে গ্রেপ্তার করে ডিএনসি। তারা টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন এলাকায় মাদকের ডিলার ও খুচরা কারবারীদের কাছে সরবরাহ করে আসছিল। তারা পদ্মা ইন্টারন্যাশনালের মালিক-কর্মচারীদের সহযোগিতায় ওই হোটেলে বসেই ইয়াবা হাতবদল ও আর্থিক লেনদেন করত।
সূত্র: সমকাল
এম ইউ/০৯ এপ্রিল ২০২২