বলিউড

যে কারণে ৪১ দিন খালি পায়ে থাকবেন অভিনেতা রামচরণ

হায়দ্রাবাদ, ০৯ এপ্রিল – বক্স অফিস তোলপাড় করে এগিয়েই চলেছে এস এস রাজামৌলির ‘আরআরআর’। সিনমোটি মুক্তির পর মাত্র ১৩ দিনেই ১,০০০ কোটির ব্যবসা করেছে।

বক্স অফিসের রেকর্ড নিয়ে বোধ হয় বিশেষ মাথাব্যথা নেই পরিচালক এস এস রাজামৌলী বা ছবির অভিনেতা রামচরণদের। আপাতত তারা ব্যস্ত জমিয়ে এ ছবির সাফল্য উদযাপন করতে।

রাজামৌলীর ছবিতে রামচরণ, জুনিয়র এনটিআর ছাড়াও স্বল্প সময়ের জন্য দেখা গেছে আলিয়া ভাট এবং অজয় দেবগানকে।

মূলত তেলেগু ভাষায় হলেও রাজামৌলি ছবিটি একসঙ্গে আরও পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে। তেলেগুর পাশাপাশি তামিল, কন্নড়, মালয়ালম এবং হিন্দিতে।

সম্প্রতি মুম্বাইয়ে ‘আরআরআর’-এর সাফল্য উদ্যাপনে হাজির হয়েছিলেন জুনিয়র এনটিআর, রামচরণরা। হাজির ছিলেন বলিউডের তারকারাও।

আমির খান বা হুমা কুরেশিদের পাশাপাশি দেখা গিয়েছে জিতেন্দ্র, তুষার কাপূর, জনি লিভার, জাভেদ আখতার, রাখি সাবন্ত, করন জোহরের মতো তারকাদের।

তবে অনেকেরই নজর ঘুরছিল রামচরণের পায়ের দিকে। পুরোপুরি কালো কুর্তা-পাজামায় পার্টিতে এসেছিলেন তিনি। একমুখ গোঁফদাড়ি। কপালে তিলক। তবে ছিলেন খালি পায়ে? অনেকেই কৌতূহলী।

ভারতীয় গণমাধ্যম ইকোনমিকস টাইমস জানায়, হিন্দু দেবতা আয়াপ্পার ভক্ত রাম চরণ। কেরালা রাজ্যের শবরীমালা মন্দিরে পূজা দিতে যাবেন এই তারকা।

ফলে ৪১ দিন পর্যন্ত তাকে নিরামিষাশী থাকতে হবে। গোঁফদাড়ি কাটা বা জুতো পরা যাবে না। পরতে হবে কালো পোশাকও।

৪১ দিনের ব্রত শেষে শবরীমালা মন্দিরে যাবেন রামচরণ। এখন সেই নিয়ম মানছেন রাম চরণ, সে কারণে জুতা ছাড়া দেখা যাচ্ছে তাকে।

এম এস, ০৯ এপ্রিল

Back to top button