কুমিল্লায় ট্রাক্টর খালে পড়ে তিন শ্রমিক নিহত
কুমিল্লা, ০৯ এপ্রিল – কুমিল্লার মুরাদনগর উপজেলায় ট্রাক্টর খালে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (৯ এপ্রিল) ভোর ৫টায় উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—একই উপজেলার বল্লববাড়িয়া এলাকার মো. বাবুল মিয়া (২২), মো. হাসান (২৩) ও মো. টুটুল (২২)।
স্থানীয়রা জানায়, উপজেলার বাখরনগর থেকে রোয়াচালা এলাকার একটি ভাটায় যাচ্ছিল ট্রাক্টরটি। পথে মোচাগাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এ সময় চালক ও তার সঙ্গে থাকা দুই শ্রমিক ট্রাক্টরের নিচে পড়েন। পরে স্থানীয়রা এসে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বলেন, তারা যে রাস্তা দিয়ে আসছিলেন সেটা ভাঙা ছিল। তাই ট্রাক্টরটি খালে পড়ে যায়। ট্রাক্টরের নিচে আটকা পড়ে শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন তিন জন। স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
সূত্র : বাংলা ট্রিবিউন
এম এস, ০৯ এপ্রিল