ইসলাম

চলতি বছর ১০ লাখ মানুষকে হজ পালনের অনুমতি

রিয়াদ, ০৯ এপ্রিল – সৌদি আরব সরকার চলতি বছর ১০ লাখ মানুষকে হজ পালনের অনুমতি দিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে সৌদি প্রেস এজেন্সি। তবে, হজে যেতে আগ্রহীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে। সেইসঙ্গে নেয়া থাকতে হবে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত করোনার টিকা।

মহামারি করোনার কারণে গত দুই বছর সীমিত সংখ্যক মানুষকে হজ পালনের অনুমতি দেয় সৌদি সরকার। গত বছর যা ছিলো সাড়ে ৫৮ হাজারের কিছু বেশি।

এক বিজ্ঞপ্তিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজে অংশগ্রহণকারীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং তাদের সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত কোভিড-১৯-এর টিকা নেয়া থাকতে হবে।

এ ছাড়া সব অংশগ্রহণকারীকে যাত্রার ৭২ ঘণ্টা আগে পিসিআর টেস্টে করোনা নেগেটিভ হতে হবে।

সৌদি মন্ত্রণালয় বলছে, বিপুল মানুষকে হজে অংশগ্রহণের অনুমতি দেয়া হচ্ছে। মূলত স্বাস্থ্যঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সৌদি আরবের সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেন। মহামারির আগে এ সংখ্যা বিশ লাখ ছাড়িয়ে যেতো।

এম এস, ০৯ এপ্রিল

Back to top button