উত্তর আমেরিকা

নিউইয়র্কে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী নিহত, আহত ২

নিউইয়র্ক, ০৯ এপ্রিল – নিউইয়র্কে স্কুলের সামনে দুই ব্যক্তির মধ্যে বাগবিতণ্ডার জেরে এলোপাতাড়ি ছোড়া গুলিতে ব্রোনেক্সে (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা।

স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন।

নিউইয়র্কের পুলিশপ্রধান কিচ্যান্ট সেওয়েল জানায়, নিহত ব্রোনক্সে তার দুই বন্ধুর সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। এসময় এক ব্যক্তি ক্রসওয়াক দিয়ে পার হওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা আরেকজনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি বন্দুক বের করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। এতে হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেয়া হয়। পরে শিক্ষার্থী ব্রোনেক্সে মারা যান। অন্য দুজনের অবস্থা স্থিতিশীল। তবে হামলাকারীকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ০৯ এপ্রিল

Back to top button