বলিউড

‘আরআরআর’র হাজার কোটি রুপি আয়ের রেকর্ড ভাঙা নিয়ে যা বললেন ইয়াশ

হায়দ্রাবাদ, ০৮ এপ্রিল – ‌‘কেজিএফ চ্যাপ্টার ওয়ান’ ছবির পর ‘কেজিএফ টু’ ছবির অপেক্ষায় ছিলেন দর্শকরা। অবশেষে ছবিটি মুক্তি পাচ্ছে। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে ছবিটির ট্রেলার। সম্প্রতি এসএস রাজামৌলির ছবি ‘আরআরআর’ ১০০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে। চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশা, ইয়াশ অভিনীত ‘কেজিএফ’ হয়তো রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’ এর রেকর্ডও ভেঙে দেবে।

তবে কোনো রেকর্ড ভাঙতে চান না কেজিএফ তারকা ইয়াশ। তিনি বলেছেন, ‘আমি রেকর্ড ভাঙার কথা চিন্তাই করি না। তবে আমি রেকর্ড গড়তে চাই। নতুন নতুন রেকর্ড গড়তে চাই। আমি মনে করি, সবারই লক্ষ্যই হওয়া উচিত, নতুন নতুন রেকর্ড গড়া। তবে আমাদের প্রত্যাশা, বহু মানুষের কাছে ছবিটি পৌঁছাবে। চলচ্চিত্র শিল্প ও আমাদের কাজের সম্ভাবনা নিয়েই আমি বেশি ভাবি।’

‘আরআরআর’র সাফল্যকে চাপ হিসেবে নিচ্ছেন না ইয়াশ। তিনি বলেন, ‘আমি ছবিটির সাফল্যকে নিজের ওপর চাপ হিসেবে দেখি না। আমি এই সাফল্যে উচ্ছ্বসিত। আমিও যতটা সম্ভব বেশি দর্শকের কাছে পৌঁছাতে চাই। তাদের ভালো লাগলে তারাই আমাদের চেয়ে বেশি প্রচার করবেন ছবিটির। আমি বিনোদন দিতে চাই চলচ্চিত্রপ্রেমীদের।’

এম ইউ/০৮ এপ্রিল ২০২২

Back to top button