মধ্যপ্রাচ্য

‘পুতিনের সমালোচনা করতে ভয় পান নাফতালি বেনেট’

জেরুজালেম, ০৮ এপ্রিল – জিউস এজেন্সির সাবেক চেয়ারম্যান নাটান সারানস্কি দাবি করেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করতে ভয় পান।

ইসরাইলি গণমাধ্যম হারেতজ নিউজকে এ ব্যাপারে নাটান সারনস্কি বলেন, খারাপের সঙ্গে লড়াইয়ে ইসরাইল মিন্মিনে অবস্থান করছে। তারা সব পক্ষের সঙ্গে ভালো থাকতে চায়। আমাদের প্রধানমন্ত্রী পুতিনের সমালোচনা করতে ভয় পান, যে এসব অপরাধের পেছনে আছেন।

নাটান সারানস্কি যে জিসউ এজেন্সির চেয়ারম্যান ছিলেন এই প্রতিষ্ঠানটি বিশ্বের অন্য দেশ থেকে ইসরাইলে ইহুদিরে বসতি স্থাপনে সহায়তা করে ও ফিলিস্তিনের জমি জোর করে দখল করার জন্য কুখ্যাত।

নাটান সারনস্কি ২০০৯ সাল থেকে শুরু করে ২০১৮ সাল পর্যন্ত এ জিউস এজেন্সির চেয়ারম্যান ছিলেন।

এর আগে তিনি সোভিয়েত ইউনিয়নে আটক ছিলেন। ১৯৭০ থেকে ১৯৮০ সালে সোভিয়েত ইউনিয়নে কারাবাসে ছিলেন তিনি।

তাছাড়া তিনি বেবিয়ান ইয়ার হোলোকাস্ট মেমোরিয়াল সেন্টারের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এই মেমোরিয়াল সেন্টারটিতে কয়েকদিন আগে হামলা চালিয়েছিল রাশিয়া।

এদিকে দুইদিন আগে ইউক্রেনের বুচায় রুশ সেনাদের নৃশংসতার সমালোচনা করে একটি টুইট করেছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। কিন্তু ওই সমালোচনায় তিনি পুতিনের নাম উল্লেখ করেননি।

সূত্র: যুগান্তর
এম ইউ/০৮ এপ্রিল ২০২২

Back to top button