ইউক্রেনে নিজেদের ‘উল্লেখযোগ্যসংখ্যক’ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করল রাশিয়া
মস্কো, ০৮ এপ্রিল – অবশেষে ইউক্রেনে ‘সেনাদের উল্লেখযোগ্য ক্ষতির’ কথা স্বীকার করল রাশিয়া।
আগ্রাসনের ৪৪তম দিনে এসে রাশিয়া এ তথ্য স্বীকার করল। খবর বিবিসির।
খবরে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ৪৪তম দিনে পড়েছে। সেখানে দেশটির ‘সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির’ শিকার হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ব্রটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে বলেন, হতাহতের বিষয় ‘আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা’।
তিনি বলেন, আমি আশা করছি যুদ্ধ নিয়ে ‘সামনের দিনে’ মস্কো তার লক্ষ্যে পৌঁছাবে।
রাশিয়া কিয়েভ থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে। একই সঙ্গে ইউক্রেনের পূর্বাঞ্চলকে মস্কো তার লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে। এখনও যে মাত্রা লড়াই চলছে তাতে যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে বাদ পড়ার পর পেসকভের এ বক্তব্য এলো।
ইউক্রেনের লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে ২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুরু হওয়া আগ্রাসন ৪৪ দিনে গড়িয়েছে। রুশ হামলার মুখে ইউক্রেন থেকে পালিয়েছেন লাখ লাখ মানুষ।
সূত্র: সমকাল
এম ইউ/০৮ এপ্রিল ২০২২