মেহেন্দিগঞ্জে ট্রলারডুবি, মা-মেয়ের লাশ উদ্ধার, নিখোঁজ ৩
বরিশাল, ০৮ এপ্রিল – বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখনও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত মাহিনূর বেগম (৫৫) ও তার মেয়ে নাছরিন বেগম (২৫)। তারা ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ওসি (তদন্ত) তৌহিদ জামান জানান, সকাল সাড়ে ১০টার দিকে আট যাত্রী নিয়ে একটি খোলা বডির ট্রলার মেহেন্দিগঞ্জ মাঝেরচর থেকে দলিল খাজুরিয়া যাচ্ছিল। পথিমধ্যে গজারিয়া পৌঁছলে নদী উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে উল্টে যায় ট্রলারটি।
ঘটনাস্থলের পাশেই নদীতে টহলে থাকা একটি কোস্টগার্ডের টিম এসে তাদের উদ্ধার করে। এ সময় ট্রলারের যাত্রী মা ও মেয়ের লাশ উদ্ধার করে কোস্টগার্ড। এ ছাড়া চারজন জীবিত উদ্ধার হলেও এখনও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানান এ কর্মকর্তা।
তিনি আরও জানান, ট্রলারডুবিতে নিহত মা ও মেয়ের লাশ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ছাড়া জীবিত উদ্ধারকৃতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় কোস্টগার্ডের উদ্ধার অভিযান চলমান রয়েছে।
সূত্র : যুগান্তর
এন এ/ ০৮ এপ্রিল