৩ দফা দাবি নিয়ে সোহেল তাজের কর্মসূচি ঘোষণা
ঢাকা, ০৮ এপ্রিল – তিন দফা দাবি আদায়ে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে গণভবন পর্যন্ত আগামী রবিবার পদযাত্রার ঘোষণা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) নিজের ফেসবুক একাউন্টে দেওয়া পোস্টে এই কর্মসূচির ঘোষণা দেন তিনি।
সোহেল তাজ লিখেছেন, কেউ চাইলে তার সঙ্গে পদযাত্রায় শামিল হতে পারেন। কেউ যুক্ত না হলেও তিনি একাই পদযাত্রা করবেন। তার দাবিগুলোর মধ্যে রয়েছে- ১০ এপ্রিল প্রথম বাংলাদেশ সরকার গঠন হওয়ার দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করতে হবে; ৩ নভেম্বর জেল হত্যা দিবসকে জাতীয় শোক দিবস ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে; জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব সংগঠক, পরিচালক, অমর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে।
সূত্র : পূর্বপশ্চিম
এন এ/ ০৮ এপ্রিল